June 20, 2019
x

শুধু আপনার নাম এবং ইমেইল নীচের লিখুন এবং আরও খবর পেতে ক্লিক করুন !!

অন্যান্য

‘তিতলি’র ধাক্কা সামলে পুজোর মুখে শহর শুখা রাখতে বদ্ধপরিকর পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘তিতলি’ যতই চোখ রাঙাক, পুজোয় শহরকে জল জমার সমস্যা থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর কলকাতা পুরসভার নিকাশি বিভাগ। বড়সড় বিপর্যয় না ঘটলে বা খুব অল্প সময়ের মধ্যে প্রচুর বৃষ্টিপাত না হলে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে দাবি করেছেন পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ সদস্য তারক সিং। বুধবার তিনি বলেন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলে শহরের কোথাও যাতে পুজোর সময় জল না জমে, তার জন্য এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কলকাতা পুরসভার ৭৩টি পাম্পিং স্টেশনের জলস্তর সর্বনিম্ন করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে নিকাশিনালা এবং পাইপলাইনে আর কোনও জল থাকবে না। সবটাই পাম্পিং স্টেশনে ঢুকে যাবে। ফলে শহরে কোথাও বৃষ্টি হলে সঙ্গে সঙ্গেই সেই জল টানতে শুরু করবে পাম্পিং স্টেশনগুলি। এছাড়া সারা শহরেই চার-পাঁচজন করে নিকাশি কর্মীর বিশেষ দল সক্রিয় থাকবে। তাঁদের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হয়েছে। শহরের যে এলাকাগুলিতে জল জমার প্রবণতা বেশি, সেখানেই মূলত নিযুক্ত করা হয়েছে এই দলগুলিকে। তারকবাবু জানান, পুরসভার ৭৩টি পাম্পিং স্টেশনে রয়েছে ৩৬৩টি পাম্প। এর মধ্যে মাত্র ১৩টির মেরামতির কাজ চলছে। বাকি সবক’টি চালু অবস্থায় রয়েছে। ফলে যে কোনও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুরসভা প্রস্তুত। তিনি আরও বলেন, বেশ কিছু বড় পুজোমণ্ডপ চত্বরে পোর্টেবল পাম্প রাখার সিদ্ধান্তও হয়েছে। প্যান্ডেলের সামনে কোনও কারণে জল জমে গেলে সঙ্গে সঙ্গে তা সরিয়ে দেওয়ার জন্যই এই ব্যবস্থা। ম্যানহোল পরিষ্কার, পলি তোলার জন্য পুরসভার যেসব যন্ত্র রয়েছে, তাও বিভিন্ন এলাকায় চালু অবস্থায় রাখা আছে। যাতে প্রয়োজনে প্লাস্টিকের মতো আবর্জনা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করে জল নামানো যায় দ্রুত।
নিকাশি বিভাগের এক কর্তার কথায়, এমনিতে গত বছরগুলির তুলনায় এবারের বর্ষায় ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটের মতো জায়গায় সেভাবে জল জমেনি। সারা বছর ধরেই প্রচুর পলি তোলা হয়েছে নিকাশিনালা থেকে। আবহাওয়া দপ্তরের একটি সূত্র জানিয়েছে, এখন থেকে পুজোর মধ্যে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখন এই পরিমাণ বৃষ্টিপাত যদি এক ঘণ্টা বা দু’ঘণ্টায় হয়, তাহলে সমস্যা। তবে তেমনটা না হলে বাকি পরিস্থিতি আমরা সামলে নেব।

snws_ad

Follow Me:

নিচে মন্তব্য করুন