June 20, 2019
x

শুধু আপনার নাম এবং ইমেইল নীচের লিখুন এবং আরও খবর পেতে ক্লিক করুন !!

জেলা

ধেয়ে আসছে ঝড়। লক্ষ্মী পুজোয় খারাপ খবর দিল হাওয়া অফিস

লক্ষ্মী পুজোয় খারাপ খবর দিল আবহাওয়া অফিস। আজই ধেয়ে আসছে ঝড়।

STORM

ধেয়ে আসছে ঝড়। ফাইল চিত্র

বৃষ্টি-কাদাহীন পুজো উপভোগ করেছে বাঙালি। পুজো প্রেমীদের চিন্তা ছিলই পুজোয় বৃষ্টি হবে না তো? পুজোর আগেই বাংলায় তিতলির আগমন হওয়ায় চিন্তামুক্ত হয়েছিল বাঙালি। কিন্তু লক্ষ্মীপুজোয় খারাপ খবর দিল হাওয়া অফিস।

বুধবার বিকেল হতেই আলিপুর আবহাওয়া দফতর জানায়, আর কিছুক্ষণের মধ্যেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

তবে বাংলার সব জায়গায় নয়। উত্তর ২৪ পরগনা জেলার বেশ কিছু এলাকায় ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আজ ঘরে ঘরে লক্ষ্মী পুজো। বেশ কয়েকটি পুজো মণ্ডপেও ইতিমধ্যেই পুজো শুরু হয়ে গিয়েছে। কোজাগরী পুজোয় অধিকাংশ মানুষেরই কাটে বাড়ির ভিতরে। তাই বাঙালির কপালে ভাঁজ পড়লেও, পুজোয় যে কোনও ব্যাঘাত হবে না, তা বলাই যায়।

snws_ad

Follow Me:

নিচে মন্তব্য করুন