Thursday, November 30, 2023
Top Newsঅক্টোবরে দিল্লিতে তৃণমূলের আন্দোলন রাজ্যেও 

অক্টোবরে দিল্লিতে তৃণমূলের আন্দোলন রাজ্যেও 

পশ্চিমবঙ্গের প্রাপ্য আদায়ে অক্টোবরের গোড়াতেই দিল্লির দরবারে প্রতিবাদ কর্মসূচি শুরু করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই কর্মসূচির চূড়ান্ত পরিকল্পনা ছকে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

দলের যাঁরা দিল্লির সেই বিক্ষোভ শামিল হবেন, তাঁদের সকলের কাছে পৌঁছে যাবে শীর্ষ নেতৃত্বের নির্দেশ।সেইমতো যোগ দিতে হবে ১, ২ ও ৩ অক্টোবরের কর্মসূচিতে। খবর,১ অক্টোবরই দলের সমস্ত সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের নেতাদের দিল্লি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।২ অক্টোবর, গান্ধীজির জন্মজয়ন্তীতে রয়েছে তৃণমূলের প্রধান কর্মসূচি। ওইদিন রাজঘাটে শ্রদ্ধা জানাবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।একই কর্মসূচি হবে রাজ্যের প্রতিটি ব্লকে। সব গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে গান্ধীজির ছবি রেখে শ্রদ্ধা জানানো হবে। সেখানে দিল্লির কর্মসূচি স্ক্রিনে দেখানোর ব্যবস্থা হয়েছে। দিল্লিতে যে বাংলার প্রান্তিক এলাকার মানুষের ১০০ দিনের কাজের বকেয়া টাকা প্রাপ্তির জন্য প্রতিবাদ চলছে, সেটা আরও স্পষ্ট করে তুলে ধরা হবে হবে তাঁদের কাছে। এছাড়া ধর্মতলায় গান্ধীমূর্তিতে মাল্যদান করে ধরনায় বসার ভাবনা রয়েছে তৃণমূল নেতৃত্বের।এরপর ৩ অক্টোবর তৃণমূলের প্রতিবাদস্থল হতে চলেছে দিল্লির কৃষিভবন।যন্তরমন্তর থেকে পদযাত্রা করে কৃষিভবন পর্যন্ত যাবেন তৃণমূল কংগ্রেস নেতারা। থাকবেন সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের নেতারা,কাউন্সিলররা। তাঁরা রাজ্য থেকে সংগৃহীত ৫০ লক্ষ চিঠি নিয়ে যাবেন। কৃষিভবনে তা জমা দেবেন পশ্চিমবঙ্গের মানুষের আবেদনের চিহ্ন স্বরূপ। এই কর্মসূচির অনুমতি মিলেছে।

More News

বিধানসভায় কালো পোশাকে বিক্ষোভ তৃণমূলের 

0
একদিকে যখন অমিত শাহ-র সভা ঘিরে উত্তাপে ফুটছে ধর্মতলা চত্বর। তখনই বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে...

১০০ দিনের বঞ্চিত’দের টাকা পাঠাচ্ছেন অভিষেক

0
কেন্দ্রের বকেয়া বিতর্কে নতুন মোড়। ধর্মতলায় বিজেপির সভার দু'দিন আগেই কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিত'দের অর্থসাহায্য তৃণমূলের।...

বুধে ধর্মতলায় সভায় থাকছেন অমিত শাহ 

0
তৃণমূলের ২১ জুলাইয়ের সভাস্থানেই ধর্মতলার বুধবার জনসভা করবেন বিজেপি। সেই সভায় যোগ দেওয়ার কথা কেন্দ্রীয়...