Monday, July 22, 2024
Top Newsঅগ্নিসংযোগের ১০দিন পর খুলল অ্যাক্রোপলিস

অগ্নিসংযোগের ১০দিন পর খুলল অ্যাক্রোপলিস

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার ১০ দিনের মাথায় তড়িঘড়ি অ্যাক্রোপলিস মল খোলার ঘটনায় চর্চা শুরু হয়েছে। শপিং মল কর্তৃপক্ষ জানিয়েছে, ডিরেক্টর জেনারেল, ফায়ার সার্ভিসের তরফে নির্দিষ্ট তলার জন্য বৈদ্যুতিন পরিষেবা ফিরে পাওয়ার পর ২৫ জুন থেকে বেসমেন্ট, ৬ থেকে ২১ তলা পর্যন্ত মলের সমস্ত অফিস এবং স্টোরগুলি খুলে দেওয়া হয়েছে। 

পুনরায় সমস্ত কিছু পরিষ্কার, পরিচ্ছন্ন করে লিফট সহ একাধিক বিষয় পরীক্ষানিরীক্ষা করে চালানো হয়েছে। যদিও তৃতীয় তলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটায় আপাতত বন্ধ থাকছে বাকি তলাগুলি। কাজ চলছে সেখানে। ১৪ জুন  রুবির নিকটবর্তী শপিং মল অ্যাক্রোপলিস মলে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল ব্যাপক হারে। দমকলের ১৫টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

More News