অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত। পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সম্মেলনে মুখ খোলার পরই ভারত কড়া বার্তা দিয়েছে।
ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে বলা হয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক ফোরামকে ভারতের বিরুদ্ধে অপপ্রচারের জন্য ব্যবহার করে থাকে। ভারত এদিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। আর ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানোর কোনও অধিকার নেই পাকিস্তানের। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখার জন্য পাকিস্তানকে পদক্ষেপ করতে হবে।