!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskঅধীরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, উত্তেজনা নওদায় 

    অধীরকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, উত্তেজনা নওদায় 

    Published on

    সাম্প্রতিক খবর

    প্রচারে বেরিয়ে আবারও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী।ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।আসন্ন নির্বাচনের আগে প্রচারে নেমেছে শাসক থেকে বিরোধী সব শিবিরই। 
     শনিবার নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী। সেখানেই ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। অধীরের গাড়ি ঘিরে যখন বিক্ষোভ দেখায় তৃণমূল, পাল্টা স্লোগান তোলেন কংগ্রেসের কর্মীরা। উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ। অধীরকে ঘিরে বিক্ষোভ দেখানো তৃণমূল নেতা তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ হাবিব মাস্টার বলেছেন, অধীর চৌধুরী যেখানে যাচ্ছেন, সেখানেই পরিস্থিতি অশান্ত হচ্ছে।যদিও কংগ্রেসের তরফে অশান্তি পাকানোর অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এর আগেও প্রচারে বেরিয়ে একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অধীর চৌধুরী।
    Your ad here

    আরো খবর