Monday, March 27, 2023
Top Newsঅনুব্রতর মেয়েকে নোটিস, রাঁধুনিকে জেরা সিবিআইয়ের

অনুব্রতর মেয়েকে নোটিস, রাঁধুনিকে জেরা সিবিআইয়ের

গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে নোটিস ধরাল সিবিআই। পাশাপাশি বোলপুরের অস্থায়ী সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অনুব্রতর রাঁধুনিকে।
সুকন্যার ব্যবসা ও তাঁর কোম্পানি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। এর আগেও এই নথি চাওয়া হয়েছিল। কিন্তু সুকন্যা মণ্ডল তা সিবিআইকে জমা দেননি বলে দাবি। এই প্রেক্ষিতে শুক্রবার সুকন্যাকে নোটিস দেওয়া  হয়। সুকন্যার ব্যবসার উৎস কী তা জানার জন্যই নোটিস দিয়ে নথি চাওয়া হয়েছে। বৃহস্পতিবারই গরুপাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রতর জামিন খারিজ করেছে সিবিআইযে বিশেষ সিবিআই আদালত। আপাতত দুর্গাপুজো পর্যন্ত আসানসোল জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। এর আগে সম্পত্তির উৎস সংক্রান্ত বিষয়ে অনুব্রতর মেয়ের সুকন্যাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুকন্যার নামে একাধিক ব্যাঙ্কে কয়েক কোটির এফডি তথ্যও মিলেছে বলে দাবি সিবিআইয়ের। এই তথ্য জানতে সুকন্যাকে নোটিস ধরানো হয়েছে।

More News

নীলাদ্রির ফোনেই তথ্যের ভাণ্ডার, দাবি সিবিআইয়ের

0
কাদের ওএমআর বিকৃত হবে তার তালিকা গিয়েছিল এসএসসির এক কর্তার ফোন থেকে। এমনই দাবি সিবিআইয়ের।...

তিহাড় নয়, আসানসোলে ফিরতে অনুব্রতর আবেদন 

0
তিহাড় নয়, আসানসোল জেলেই পুনরায় ফিরতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের দ্বারস্থ হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আগামী মাসে তাঁর এই আবেদনের শুনানি রয়েছে। ১৩ দিনের জেল...

জেলবন্দি কেষ্টতেই আস্থা মমতার

0
বীরভূমের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে জেলবন্দি অনুব্রত-র ওপরেই আস্থা রাখলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই বীরভূম...