১০০ নম্বরে ডায়েল করে বিপদে পড়া ব্যক্তির কাছে দ্রুত পৌঁছতে এবার ৩০ টি বাইক যুক্ত হয়েছে কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল বলেছেন এতে অপরাধ দমন আরও দ্রুত হবে তেমনই দোষীরা ধরাও পড়বে।
বিনীত গোয়েল আরও জানিয়েছেন কলকাতা পুলিশে ৫৮টি পিসিআর ভ্যান রয়েছে। কিন্তু তার দ্বারা ঘিঞ্জি পিসিআর ভ্যানের দ্রুত পৌঁছন অসম্ভব। পুলিশ জানিয়েছে নতুন এই বাইকে প্রশিক্ষণপ্রাপ্ত দুজন করে অফিসার থাকবেন। থাকবে একটি করে ট্যাব। ১০০ বা ১১২ নম্বরে ফোন এলে কন্ট্রোল রুম থেকে অভিযোগকারী বা অপরাধ যেখানে ঘটেছে সেখানকার ঠিকানা বাইকে ভেসে উঠবে। ফলে দ্রুত ঠিকানা লোকেট করে এলাকায় পৌঁছে ব্যবস্থা নিতে পারবে পুলিশ। বিনীত গোয়েল বলেছেন এই ব্যবস্থা মহিলাদের নিরাপত্তা আরওসুনিশ্চিত করা যাবে।