অবশেষে রাজ্যে আসছেন বহু প্রতীক্ষিত ডেঙ্গির ভ্যাকসিন। নভেম্বরেই স্বেচ্ছাসেবকদের মধ্যে তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে বেলেঘাটার আইডি হাসপাতালে।
মঙ্গলবার নাইসেড সূত্রে এমনটাই জানা গিয়েছে।এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে এই ট্রায়াল হওয়ার কথা থাকলেও গবেষণা এবং প্রশাসনিক কারণে তা পিছিয়ে যায়। জানা গিয়েছে, আইসিইএমআর এবং পানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে এই ডেঙ্গি টিকার ফার্স্ট অবজ্ঞে সেকেন্ড ট্রায়াল সফলভাবে সম্পন্ন হওয়াতেই তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শুরু হবে নভেম্বর মাস থেকে। সারা দেশে অন্তত ২০ টি জায়গায় এই ট্রায়াল চলবে। কাদের ওপর ট্রায়াল করা হচ্ছে তা সম্পূর্ণ গোপন রাখা হবে। তবে এক বছর ধরে চলা এই ট্রায়ালের সাড়ে ১০ হাজার সেচ্ছাসেবককে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে বলে খবর। নিয়মানুযায়ী এই ট্রায়াল চলাকালীন স্বেচ্ছাসেবকদের শারীরিক এবং বাহ্যিক উপসর্গের দিকে নজর রাখবেন গবেষকরা।সব কিছু ঠিকঠাক চললে ২০২৪-র শেষেই বাজারে চলে আস্তে পারে ডেঙ্গির ভ্যাকসিন।