Friday, June 2, 2023
Top Newsঅভিষেককে জেরা করতে পারবে সিবিআই : কোর্ট 

অভিষেককে জেরা করতে পারবে সিবিআই : কোর্ট 

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায়  তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। কারণ সিবিআই তদন্ত সংক্রান্ত মামলায় এখনই হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট।
তবে কলকাতা হাইকোর্টের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ২৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।  ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি পিএস নরসিমহার অবকাশকালীন বেঞ্চ জানিয়েছে, বাকি তদন্তে এখনই হস্তক্ষেপ করবে না আদালত। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় নতুন মামলা দায়ের করতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।  গরমের ছুটির পর মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি। শীর্ষ আদালত শুক্রবার এই মামলার জন্য সময় দিয়েছিল। এর আগে শনিবার অভিষেক বন্ধোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। বেরিয়ে এসে যাকে সময় নষ্ট বলে অভিহিত করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

More News

নন্দীগ্রামে পদযাত্রায় অভিষেক, কুড়মিদের কাছে শুভেন্দু

0
শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে যখন জনসংযোগে ব্যস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন গড় শালবনিতে গ্রেফতার হওয়া কুড়মি...

অভিষেকের নবজোয়ারকে আক্রমণ বিজেপির, পাল্টা তৃণমূল

0
নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি...

ক্ষমতা গেলে একমাসের মধ্যে জেল, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

0
বিজেপি ক্ষমতাচ্যুত  হওয়ার একমাসের মধ্যে হাতকড়া পরিয়ে জেলে ঢোকাবেন। কালীঘাটের কাকুর গ্রেফতারি নিয়ে শুভেন্দু অধিকারীকে...