কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা।
একইসঙ্গে কুন্তল এবং অভিষেকের মামলা খারিজ করে দিয়ে দুজনকে ২৫ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে হবে এই টাকা। বৃহস্পতিবার বিচারপতি সিনহা সিবিআই এবং ইডিকে তদন্ত চালিয়ে নিয়ে যেতেও বলেছেন। ৯ জুনের মধ্যে দুই কেন্দ্রীয় এজেন্সিকে আদালতে তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছেন। এর আগে শুক্রবার কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেয়নি কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ ইডি এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠি দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে কুন্ত চিঠি দেন হেস্টিংস থানাতেও।