অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ারে শালবনিতে ভাঙল মন্ত্রীর গাড়ি, মার খেলেন আইসি। বাঁকুড়ার পর ঝাড়গ্রাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা পথে এভাবেই আছড়ে পড়ল কুড়মি রোষ।
ভেঙে চুরমার করে দেওয়া হয় মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি। মারধর করা হয়েছে তৃণমূল কর্মীদের। আক্রান্ত হয়েছে পুলিশও। জানা গিয়েছে বিকেল থেকে ঝাড়গ্রাম ব্লকের গড় শালবনিতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন কুড়মিরা। বাঁকুড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্যের জেরে এই অবরোধ বলে জানায় কুড়মিরা। প্রায় ৪০ মিনিট অবরোধের পর বিক্ষোভ তুলে নিলেও সন্ধেয় ঝাড়গ্রামের শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে সামনের দিকের কযেটি গাড়ি পেরিয়ে যেতেই বাঁশ লাঠি ইট নিয়ে হামলা শুরু করেন কুড়মি সম্প্রদায়ের মানুষজন। কনভয়ের পিছনে থাকা গাড়িগুলোয় ভাঙচুর চালানো হয়। মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির সামনের উইন্ডস্ক্রিন ভেঙে চুরমার হয়ে যায়। বাইক আরোহী তৃণমূল কর্মীদের মারধর করা হয়। বাধা দিতে গেলে আক্রান্ত হয় পুলিশও। তৃণমূল কর্মীদের উদ্দেশে চোর স্লোগানও ওঠে।