নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিকে আক্রমণ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি নিজেদের হারানো গড় পুনরুদ্ধারে পথে নেমেছেন অভিষেক। তাই হাজার হাজার পুলিশ-লোক নিয়ে রোড শো করছে। তবে এতে কোনও লাভ নেই বলে খোঁচা দিয়েছেন দিলীপ ঘোষ।
নব জোয়ার জনজোয়ারে পরিণত হওয়ায় গাত্রদাহ হচ্ছে বিরোধীদের। পাল্টা আক্রমণ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তার দাবি মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি বিজেপি, সিপিএম, কংগ্রেসের মনে ভয় ধরাচ্ছে। তাই নবজোয়ার যাত্রার বিঘ্ন ঘটানো এবং কুত্সা করা হতাশারই বহিঃপ্রকাশ।এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি নবজোয়ার যাত্রার নিরাপত্তায় প্রতিদিন ১ কোটি টাকা খরচ হচ্ছে। ২২৪৫ জন পুলিশকর্মী কি কারণে থানা ফাঁকা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় সামিল হয়েছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এরই পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোযে প্রশ্ন মানুষের করের টাকা নষ্ট করে কেন ইডি, সিবিআই, এনআইকে বারবার এরাজ্যে পাঠানো হচ্ছে।