অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাধারণ সাংসদ হয়ে কি ভাবে জেলাশাসককে নিয়ে বৈঠক করতে পারেন ? সাংবাদিক বৈঠক করে এমনই প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তাঁর কথায়, এর মধ্যে দিয়ে ২০২৩-এ রাজ্যে রাজতন্ত্রের সূচনা হয়েছে। কারণ এই দৃশ্যগুলো যে সমস্ত দেশে রাজতন্ত্র কায়েম আছে সেখানেই দেখা যায়। এরপরই রাজ্যের মুখ্যসচিবের কাছে তিনি বাকি ৪১ জন সাংসদ-র ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানতে চেয়েছেন। পাশাপাশি অভিষেক কে তার সমক্ষক বলে মনে করেন না বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিনও রাজ্যের রাজনীতিতে কোনও ভূমিকা নেই, না বিরোধী রাজনীতিতে না ছাত্র রাজনীতি না যুব রাজনীতি। ২০১১-র পর রাজ্যে সরকার ক্ষমতায়নের পর ব্রিগেডে এসে হাজির হয়েছিলেন।