Thursday, November 30, 2023
Top Newsঅভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, স্বস্তি কোর্টে

অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, স্বস্তি কোর্টে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে পারলেও তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। জানিয়ে দিয়েছে হাইকোর্ট। তবে ইডির এফআইআর খারিজ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
স্কুল নিয়োগ মামলা থেকে নিষ্কৃতি পেতে ইডির ইসিআইআর খারিজের দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির ইসিআইআর বা এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট খারিজ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওই মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির অফিসে ইডির তল্লাশির বিষয়টিও যুক্ত হয়। এই মামলায় শুক্রবার অভিষেককে রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার এবং তাঁর সঙ্গে যোগসূত্র ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর কোনও তথ্যপ্রমাণ নেই ইডির। গত কয়েকদিন ধরে এই সংক্রান্ত মামলায় শুনানি চলছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি শেষে শুক্রবার বিচারপতি জানিয়েছেন ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে এখন কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। নিয়োগ দুর্নীতির মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের চিঠির মাধ্যমে তৃণমূলের সাধারণ সম্পাদকের নাম সামনে আসে। শুক্রবার হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে এই মামলার তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে। তাই এই নিয়ে আদালত এখনই কোনও নির্দেশ দেবে না।

More News

শাহ-র ভয়ে ঘরে ঢুকেছেন মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো – সুকান্ত

0
অমিত শাহ-র ভয়ে ঘরে ঢুকেছেন মুখ্যমন্ত্রী এবং তাঁর ভাইপো। ধর্মতলায় বিজেপির মেগা সমাবেশ থেকে এভাবেই...

মনরেগায় সাংসদদের টাকাই দিচ্ছেন অভিষেক – মমতা

0
মনরেগায় বঞ্চিতদের টাকা মেটাতে দলীয় সাংসদরা ১ লাখ টাকা করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিধানসভায জানিয়েছেন...

বেআইনি নির্মাণ ভাঙায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ

0
বেআইনি নির্মাণ ভাঙার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোটের ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার সকালেই...