সুন্দরবন সফরের শুরুতে হিঙ্গলগঞ্জে বনবিবির মন্দিরে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়।
সামশেরনগরের কুঁকড়েখালি জঙ্গলে নদীর পাশে এই বনবিবির থান। উত্তর ২ পরগনার টাকি থেকে প্রথমে নদী পেরিয়ে পরে গাড়িতে করে ওই মন্দিরে পৌঁছতে লাগে প্রায় ৩ ঘণ্টা। মন্দিরে পৌঁছে বনবিবির থানে শাড়ি ও মালা দিয়ে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরে প্রদীপ জ্বালিয়ে আরতিও করেন। এরপর দক্ষিণরায়ের থানেও পুজো দেন তিনি। পরে মন্দির চত্বরে থাকা ক্যাওড়া গাছেও মালা দিয়ে পুজো দেন। মন্দিরের পুরোহিত মুখ্যমন্ত্রীকে লাল গামছা দিয়ে স্বাগত জানিয়েছেন । পুজো দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণও করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বনবিবির মন্দির পাকা করার নির্দেশ দিয়েছন ।