অ্যাডিনো নিউমোনিয়ায় একের পর এক শিশুমৃত্যুতে কলকাতার মেয়রের মুখে কোমর্বিডিটি তত্ত্ব। তিনি অ্যাডিনো ভাইরাসের দাপট মেনে নিলেও মৃত্যুর সংখ্যা বাড়ার পিছনে কোমর্বিডিটি রয়েছে বলেই দাবি করেছেন।
তাঁর কথায় যারা ম্যাল নিউটেশনের জন্যই এমনটা হচ্ছে। তাছাড়া জেলার আক্রান্তের চাপ কলকাতায় পড়ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে একের পর এক মৃত্যুতে বিসি রায় হাসপাতাল এবং স্কুল অফ ট্রপিকাল মেডিসিনে বিজেপি এবং কংগ্রেসের বিক্ষোভ নিয়ে আক্রমণ করেছেন ফিরহাদ হাকিম। তাঁর কথায় রোগ নিয়ে রাজনীতি করাটা ছোট মনের পরিচয়। মানুষ বিপদে পড়লে সবাই একসঙ্গে মানুষের পাশে দাঁড়াতে হয়। কিন্তু এখনকার রাজনীতি মিডিয়া ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। তবে মেয়র ফিরহাদ হাকিমের আশা গরম যত বাড়বে তত অ্যাডিনোর দাপট কমবে।