৪ দিনের মধ্যে জবাব চেয়ে আইনি নোটিস দিতেই কার্তিক মহারাজকে তীব্র আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরের সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন এলাকায় এলাকায় ধর্মের নামে বিজেপি করছেন কার্তিক মহারাজ।
আড়াল থেকে নয় বিজেপির প্রতীক লাগিয়ে কার্তিক মহারাজকে ঘুরতে বলেছেন তিনি। অধীর চৌধুরির নাম নিয়ে কার্তিক মহারাজের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মন্তব্যে ভারত সেবাশ্রমের সম্মানহানি হয়েছে বলে ৪ দিনের মধ্যে জবাব চেয়ে চিঠি দিয়েছেন বেলডাঙা ভারত সেবাশ্রমের প্রধান কার্তিক মহারাজ। ৪ দিনের মধ্যে জবাব না পেলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। কার্তিক মহারাজের দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও সারবত্তা নেই। মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের মহারাজের দাবি সন্ন্যাস বা সন্ন্যাসীদের নিয়ে মুখ্যমন্ত্রীর জ্ঞান নেই। তাই এমন মন্তব্য করেছেন। শনিবার হুগলির গোঘাটে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনের নাম উল্লেখ করে অভিযোগ করেছিলেন কয়েকজন সন্ন্যাসী রাজনীতি করছেন। বেলডাঙা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের নামও নিয়েছিলেন।