Monday, May 27, 2024
Top Newsআইফোন-ম্যাকবুক হ্যাকের সম্ভাবনা, সতর্কতা কেন্দ্রের 

আইফোন-ম্যাকবুক হ্যাকের সম্ভাবনা, সতর্কতা কেন্দ্রের 

আইফোন-সহ অ্যাপলের একাধিক ডিভাইস হ্যাক হয়ে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। পুরো বিষয়টির উপর জরুরি ভিত্তিতে নজর দেওয়া হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

বুধবার সিইআরটি-ইন জানিয়েছে, অ্যাপলের অনেক পণ্যে রিমোট কোড এগ‌্জিকিউশন ভালনারেবিলিটি খুঁজে পাওয়া গিয়েছে, যার ফলে হ্যাকারদের জন্য আইফোন বা ম্যাকবুকের মতো ডিভাইস হ্যাক করা অনেক সহজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিইআরটি-ইন সতর্ক করেছে, আইফোন এবং আইপ্যাডের যে সমস্ত ডিভাইসে অপারেটিং সিস্টেম ১৭.৪.১-এর থেকে পুরনো, সেগুলিতেই হ্যাকিংয়ের সম্ভাবনা বেশি। এই সংস্করণটি আইফোন এক্সএস, সেকেন্ড জেনারেশন আইপ্যাড প্রো-এর মতো একাধিক ডিভাইসে পাওয়া যায়। আইফোন ৮, আইফোন ৮ প্লাস, আইফোন এক্স, আই প্যাড জেন ৫-এর যে ডিভাইসগুলিতে অপারেটিং সিস্টেম ১৬.৭.৭-এর আগের আপডেট রয়েছে, সেগুলিও ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।সিইআরটি-ইন জানিয়েছে, নিরাপত্তাগত ত্রুটির কারণে কোনও ভুয়ো লিঙ্ক পাঠিয়ে এই ডিভাইসগুলি সহজেই হ্যাক করে ফেলতে পারে হ্যাকাররা।

More News