!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

30.8 C
Kolkata
30.8 C
Kolkata
More
    HomeSportsআইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

    আইসিসিতে ফিরলেন সৌরভ গাঙ্গুলী

    Published on

    সাম্প্রতিক খবর

    আইসিসি মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে আবারও পুনঃনিয়োগ পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন আরেক ভারতীয় প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল,আইসিসি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।২০০০ থেকে ২০০৫, এই পাঁচ বছর ভারতীয় জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। ২০২১ সালে তিনি প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ৫২ বছর বয়সী গাঙ্গুলী সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছেন। তিন বছরের দায়িত্ব শেষে কুম্বলে তার পদ থেকে সড়ে দাঁড়ান। সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ ছাড়াও এই কমিটিতে আরও আছেন আফগানিস্তানের প্রাক্তন খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান জোনাথন ট্রট।

    এদিকে আইসিসি উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে আরও আছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।

    Your ad here

    আরো খবর