সীমান্ত সুরক্ষা নিশ্ছিদ্র করতে সব আধাসামরিক বাহিনীকে এক ছাতার তলায় নিয়ে আসার প্রস্তাব দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
প্রয়োজনে সীমান্ত এলাকায় সংশ্লিষ্ট রাজ্যের পুলিশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে মিশে যেতে পারে কি না তাও খতিয়ে দেখার সম্ভাবনা উস্কে দিয়েছেন তিনি।বিএসএফ পরিচালিত বার্ষিক রুস্তমজী স্মারক বক্তৃতায় অজিত ডোভাল বলেছেন, সমস্ত আধাসেনার বাহিনীকে একটি সংযুক্ত কমান্ডের আওতায় আনা সম্ভব কিনা তা খতিয়ে দেখা উচিত। সংযুক্তিকরণ হলে একদিকে যেমন বাহিনীর মধ্যে সংহতি বাড়বে, তেমনই প্রত্যেকটি বাহিনী অন্য বাহিনীর দায়িত্ব পালন করতে সক্ষম হবে।পাশাপাশি সীমান্ত এলাকায় প্রযুক্তিগত নজরদারি আরও বাড়ানোর উপরে জোর দিয়েছেন তিনি। উদাহরণস্বরূপ হামাস ও ইজরায়েলের সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, হামাসের প্রায় পনেরোশো ক্ষেপণাস্ত্র ইজরায়েলের উপরে হামলা চালিয়েছিল। কিন্তু প্রযুক্তির সাহায্যে ৯৯ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয় ইজরায়েল। কেবল ২-৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।