ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনরত কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়।
তাঁর নির্দেশে দিলির আন্দোলনের প্রতি সহমর্মিতা জানাতে বুধবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ক্রীড়া ক্ষেত্রে সংশ্লিষ্টরা হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত হাঁটবেন।মুখ্যমন্ত্রীর বক্তব্য, সেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে অসভ্যতার জন্য এফআইআর করতে সেখানে এখনও পর্যন্ত কেন তা করা হল না।অন্যদিকে, মঙ্গলবার এই ইস্যুতে কোলটাকে বিক্ষোভ দেখিয়ে বামপন্থী মহিলা সংগঠনগুলি।এদিকে কেন্দ্রকে নিশানা করে কংগ্রেস বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারের কাছে পরাজিত হয়েছেন দেশের মেয়েরা। ইতিমধ্যে বিনেশ ফোগট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়েছেন বিজেন্দ্র সিং, নীরজ চোপড়া, সুনীল ছেত্রীদের মতো ক্রীড়াবিদেরা। প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে বলেছেন, কুস্তিগিরদের সঙ্গে যেটা করা হয়েছে সেটা শুনে তিনি ভীষণভাবে ব্যথিত। কথাবার্তা বলে সবকিছুর সমাধান সম্ভব। আশা করছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।