!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    HomeNewsdeskআপ্ত সহায়কের-র বাড়িতে পুলিশ, তোপ হিরণের

    আপ্ত সহায়কের-র বাড়িতে পুলিশ, তোপ হিরণের

    Published on

    সাম্প্রতিক খবর

    বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউজে আচমকা পুলিশি অভিযানের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক তমঘ্ন দে-র খড়গপুরের বাড়িতে হানা দেয় খড়্গপুর ও ঘাটাল থানার পুলিশ।

    এর পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও পুলিশ গভীর রাতে হানা দেয়। খবর পেয়ে রাত্রিবেলাই সেখানে পৌঁছলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে, মঙ্গলবার গভীর রাতে খড়গপুরের তাল বাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের পিএ তমঘ্নর বাড়ি সহ ২ জায়গায় হানা দেয় পুলিশ। কার্যত পুলিশের সঙ্গে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। বিজেপি প্রার্থীর দাবি, কী কারণে পুলিশ আচমকা এই অভিযান করছে তা জানায়নি। এমনকী তল্লাশি করার কোনও কাগজ সঙ্গে আনেনি। ঘটনাস্থলে দাঁড়িয়ে হিরণকে বলতে শোনা যায়, তদন্তের কোনও কাগজ দেখাচ্ছে না। মনে হচ্ছে যেন পাকিস্তান থেকে জঙ্গী এসেছে। তাঁর পিএ-র বাড়িতে রাত্রি সাড়ে তিনটের সময় পুলিশ তদন্ত করতে এসেছে। আর তমঘ্নর মা হার্টের রোগী। অথচ কোনও কাগজ দেখাচ্ছে না। পুলিশ ইচ্ছাকৃত অস্ত্র-গাঁজা আইনে ফাঁসাতে ষড়যন্ত্র করেছে।

    Your ad here

    আরো খবর