আফগানিস্তানে মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ২৪ জন। সূত্রের খবর, বুধবার উত্তর আফগানিস্তানের সমঙ্গন প্রদেশের একটি মাদ্রাসা আচমকা বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক।
মৃতদের মধ্যে পড়ুয়ারাও রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই হামলায় কতজন শিশুর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। এখনও কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত জহিদা মাদ্রাসায় হামলাটি হয়েছে। সেখানে তখন প্রার্থনা সেরে সবে উঠছিলেন ছাত্র এবং শিক্ষকেরা। কাবুলের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু এবং সাধারণ মানুষ। তালিবানের তরফে এই হামলার তদন্ত শুরু করা হয়েছে। তালিবানের মুখপাত্র আব্দুল নফি তাকোর বলেছেন, তাদের গোয়েন্দা এবং নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। ক্ষমার অযোগ্য এই অপরাধ যারা করেছেন, তাদের শাস্তি হবে।