নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার জীবনকৃষ্ণ সাহা সহ ৬ জনকে আলিপুর আদালতে তোলা হয়েছিল।
এরপরই দীর্ঘক্ষণ আদালতে দু’পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি জীবনকৃষ্ণ সহ ৬ জনকে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।চার্জশিটে এসএসসির দুই আধিকারিক পর্ণা বসু ও সমরজিৎ আচার্যর নাম রয়েছে তাও, দুজনকে কেন ছেড়ে রেখেছেন?, তদন্তকারী আধিকারিককে প্রশ্ন আলিপুরের আদালতের বিচারকের। পাল্টা সিবিআইয়ের আইনজীবীর তরফে জানানো হয় কাউকে ছেড়ে রাখা হয়নি, ওদেরকে দিয়ে যাঁরা এই কাজ করিয়েছে তাঁরা হেফাজতে রয়েছে। যাঁরা হেফাজতে, তাঁরাই এদের নির্দেশ দিয়ে তথ্য বিকৃতি করার। আরও কারা নির্দেশ দিত, খুঁজে বার করার চেষ্টা চলছে, আদালতে সওয়াল তদন্তকারী অফিসারের। এরপরই সাক্ষীদের প্রভাবিত করা, তথ্য প্রমাণ নষ্ট সহ একাধিক অভিযোগ বিস্তারিত তথ্য দিন, বললেন আলিপুর সিবিআই স্পেশাল কোর্টের বিচারক।