Monday, September 25, 2023
কলকাতার সংবাদআবারও জামিন খারিজ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ-র

আবারও জামিন খারিজ তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ-র

নিয়োগ দুর্নীতি মামলায়  বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করেছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার জীবনকৃষ্ণ সাহা সহ ৬ জনকে আলিপুর আদালতে তোলা হয়েছিল।

এরপরই দীর্ঘক্ষণ আদালতে দু’পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি জীবনকৃষ্ণ সহ ৬ জনকে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।চার্জশিটে এসএসসির দুই আধিকারিক পর্ণা বসু ও সমরজিৎ আচার্যর নাম রয়েছে তাও, দুজনকে কেন ছেড়ে রেখেছেন?, তদন্তকারী আধিকারিককে প্রশ্ন আলিপুরের আদালতের বিচারকের। পাল্টা সিবিআইয়ের আইনজীবীর তরফে জানানো হয় কাউকে ছেড়ে রাখা হয়নি, ওদেরকে দিয়ে যাঁরা এই কাজ করিয়েছে তাঁরা হেফাজতে রয়েছে। যাঁরা হেফাজতে, তাঁরাই এদের নির্দেশ দিয়ে তথ্য বিকৃতি করার। আরও কারা নির্দেশ দিত, খুঁজে বার করার চেষ্টা চলছে, আদালতে সওয়াল তদন্তকারী অফিসারের। এরপরই সাক্ষীদের প্রভাবিত করা, তথ্য প্রমাণ নষ্ট সহ একাধিক অভিযোগ বিস্তারিত তথ্য দিন, বললেন আলিপুর সিবিআই স্পেশাল কোর্টের বিচারক।

More News

টাকা নিলেও গ্রেফতার নয় কেন, শুভেন্দুকে আক্রমণ জীবনের

0
যাঁকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না। আলিপুর কোর্টে নাম...

টাকা ফেরত চাওয়ায় হুমকি, জীবনকৃষ্ণের মোবাইলে তথ্য

0
বাড়ির পুকুরে তল্লাশিতে মেলা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মোবাইলে পাওয়া  তথ্যপ্রকাশ করল সিবিআই। এক চাকরিপ্রার্থীর...

বড়ঞায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত ১, গ্রেফতার ২

0
মুর্শিদাবাদের বড়ঞার পাঁপড়দহ গ্রামে তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষে বোমায় নিহত তৃণমূলেরই কর্মী আমির শেখের মৃত্যুর...