Monday, September 25, 2023
আন্তর্জাতিক সংবাদআমাজনের কাছে বিমান ভেঙে মৃত ১৪

আমাজনের কাছে বিমান ভেঙে মৃত ১৪

ব্রাজিলে বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। যাত্রীদের নিয়ে উত্তর আমাজনে বিমানটি ভেঙে পড়ে। বিমানে মোট ১২ জন যাত্রী এবং দু’জন বিমানকর্মী ছিলেন। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গিয়েছে, উত্তর আমাজনের রাজধানী মানাউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলোস প্রদেশে দুর্ঘটনাটি ঘটেছে। বার্সেলোস ব্রাজিলের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র। আমাজনের একটি উপনদী রিও নেগ্রোর ধারে এই এলাকায় দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা আসেন। এমনকি, বিদেশি পর্যটকদের আনাগোনাও রয়েছে।মানাউস থেকে এই বার্সেলোসই ছিল বিমানের গন্তব্য। আমাজনের গভর্নর উইলসন লিমা ‌এক্স হ্যান্ডেলে দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। মানাউস এয়ারট্যাক্সি এয়ারলাইন ১৪ জনের মৃত্যু নিশ্চিত করে একটি বিবৃতি জারি করেছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত। ব্রাজিলে অল্প দূরত্বে যাতায়াতের জন্য ছোট বিমান বা এয়ারট্যাক্সি চলে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটিরও তেমনই পরিষেবা দেওয়ার কথা ছিল। মোট ১৮ জনকে বহনের ক্ষমতা ছিল এই বিমানের।

More News

আমাজনে বন উজাড় কমেছে

0
ব্রাজিলে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভার পাঁচ মাসের শাসনকালে গত বছরের একই সময়ের তুলনায়...