Thursday, November 30, 2023
আন্তর্জাতিক সংবাদআমিরশাহির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক  

আমিরশাহির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মমতার বৈঠক  

পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ুদি। 

সব ঠিকঠাক চললে খুব শীঘ্রই আরব আমিরশাহিতে আরও বেশি পণ্য রফতানি করতে চলেছে পশ্চিমবঙ্গ।বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মোট যত পণ্য রফতানি করে, তার ১২ শতাংশই যায় আরব আমিরশাহীতে। দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধি হার দ্রুততম। ২০২৩-২৪ সালে রাজ্যের জিডিপির পরিমাণ হতে চলেছে ২১ হাজার ২০০ কোটি আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ ৫৮ হাজার কোটি টাকারও বেশি।২১ এবং ২২ নভেম্বর রাজ্যে হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে আমিরশাহীর মন্ত্রী এবং তাঁর নেতৃত্বাধীন দলকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে আইটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী জানিয়েছেন,  শীঘ্রই পশ্চিমবঙ্গে ৮টি হোটেল খুলছে আইটিসি। পশ্চিমবঙ্গ হল উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। সেদিক থেকে হোটেল ব্যবসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনেক লাভজনক।

More News

গববর এলে মমতার বীরু-জয়ও তৈরি, খোঁচা ফিরহাদের, পাল্টা শমীককে

0
অমিত শাহকে গব্বর সিং বলে কটাক্ষ করে ফিরহাদ হাকিমের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরু-জয়ও তৈরি রয়েছে।...

তৃণমূলে মহিলা ও যুব সংগঠনে রদবদল

0
লোকসভা ভোটের আগে এ বার তৃণমূল যুব ও মহিলা সংগঠনে রদবদল। দলের তরফে জানানো হয়েছে,...

বিজেপিকে ভয় পেয়েছে মুখ্যমন্ত্রী, মন্তব্য শুভেন্দুর  

0
মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন সেই কারণেই ধর্মতলায় বিজেপির সভা আটকাতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস।...