পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বৈদেশিক বাণিজ্য মন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ুদি।
সব ঠিকঠাক চললে খুব শীঘ্রই আরব আমিরশাহিতে আরও বেশি পণ্য রফতানি করতে চলেছে পশ্চিমবঙ্গ।বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গ মোট যত পণ্য রফতানি করে, তার ১২ শতাংশই যায় আরব আমিরশাহীতে। দেশের সব রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গের আর্থিক বৃদ্ধি হার দ্রুততম। ২০২৩-২৪ সালে রাজ্যের জিডিপির পরিমাণ হতে চলেছে ২১ হাজার ২০০ কোটি আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ ৫৮ হাজার কোটি টাকারও বেশি।২১ এবং ২২ নভেম্বর রাজ্যে হতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে আমিরশাহীর মন্ত্রী এবং তাঁর নেতৃত্বাধীন দলকে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুবাইয়ে বাণিজ্য সম্মেলনে আইটিসির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পুরী জানিয়েছেন, শীঘ্রই পশ্চিমবঙ্গে ৮টি হোটেল খুলছে আইটিসি। পশ্চিমবঙ্গ হল উত্তর পূর্ব ভারতের গেটওয়ে। সেদিক থেকে হোটেল ব্যবসার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনেক লাভজনক।