আমেঠী থেকে কংগ্রেসের কে লড়বেন তা নিয়ে সিদ্ধান্ত নেবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। উত্তরপ্রদেশের আসন নিয়ে রহস্য ধরেই রেখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বুধবার রাহুল গান্ধী সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে যৌথভাবে একটি সাংবাদিক সম্মেলনে যোগ দিয়েছিলেন।সেখানে কংগ্রেস নেতা বলেছেন,আমেঠীর বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিটি এবং কংগ্রেস সভাপতি তাঁকে যা করতে বলবেন, তিনি তাই করবেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটিতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়। আমেঠী এবং রায়বেরেলি ছেড়ে কেন তিনি ওয়েনাড় কেন্দ্র থেকে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে জিজ্ঞাসা করা হলে, সেই প্রশ্নকে বিজেপির প্রশ্ন বলেও উল্লেখ করেছেন রাহুল গান্ধী।কংগ্রেস নেতার কথায়, কয়েক দিন আগেও তিনি ভাবছিলেন যে, বিজেপি লোকসভায় প্রায় ১৮০টি আসন জিতবে। কিন্তু এখন মনে হচ্ছে ১৫০ আসন পাবে। তাঁরা প্রতিটি রাজ্য থেকে রিপোর্ট পাচ্ছেন, ইন্ডিয়া জোট সেখানে শক্তিশালী হচ্ছি। উত্তরপ্রদেশে একটা শক্তিশালী জোট রয়েছে এবং তাঁরা খুব ভাল ফল করবেন।