ঋণখেলাপের জেরে আমেরিকায় কাজ হারাতে পারেন ৮৩ লক্ষ মানুষ। এমনই আশঙ্কা প্রকাশ করেছে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের আর্থিক উপদেষ্টারা একটি রিপোর্ট পেশ করে জানিয়েছেন, মার্কিন অর্থনীতিতে বড়সড় সঙ্কট দেখা দিতে চলেছে। ঋণখেলাপের জেরে কাজ হারাতে পারেন কমপক্ষে ৮৩ লক্ষ মানুষ। একই সঙ্গে দেশের অর্থনীতিতে প্রায় ৪৫ শতাংশ লোকসান দেখা দিতে পারে।বেশ কিছুদিন ধরেই ঋণ নেওয়ার উর্ধ্বসীমা নিয়ে আলোচনা চলছে মার্কিন কংগ্রেসে। নানা ক্ষেত্রে খরচ মেটানোর জন্য যথেচ্ছ ঋণ নিয়েছে আমেরিকা।তাই পরিস্থিতি সামাল দিতে ৯ মে জরুরি বৈঠক ডেকেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কংগ্রেস সদস্যদের নানা খরচ মেটানো হয় সরকারি কোষাগার থেকে। ঋণ নেওয়ার পরিমাণ যাতে কমানো যায়, সেই জন্য কংগ্রেসের সদস্যদের খরচ কমাতে বলা হয়েছে।