আমেরিকায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে ভারতীয়-বংশোদ্ভূত তরুণীর। ঘটনাটি ঘটেছে ফিলাদেলফিয়া শহরে। ওই দুষ্কৃতীরা তরুণীর থেকে টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম জুদে চাক্কো।
ভারতীয়-বংশোদ্ভূত এই তরুণী ফিলাদেলফিয়ায় পরিবারের সঙ্গেই বসবাস করতেন। পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি সংস্থায় পার্ট টাইম চাকরি করতেন তিনি। রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথেই এক দুষ্কৃতীর কবলে পড়েন তিনি। ওই দুষ্কৃতী জুদে চাক্কোর থেকে টাকা-পয়সা ছিনতাই করার চেষ্টা করছিল বলে অভিযোগ। জুদে চাক্কো বাধা দেওয়ায় ওই দুষ্কৃতী প্রকাশ্যে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। উল্লেখ্য, গত মাসেও একইভাবে আমেরিকায় দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত তরুণী সইশ বীরার।