আমেরিকায় মৃত্যুর চার বছর পরেও এক নানের মৃতদেহ অক্ষত অবস্থায় উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, ২৯ মে ২০১৯ সালে মিসৌরির সিস্টার উইলহেলমিনা ল্যাঙ্কাস্টারের মৃত্যু হয়েছিল।
মৃত্যুর পর প্রথা অনুযায়ী কাঠের কফিনে সমাধিস্থ করা হয়েছিল নানকে। কিন্তু সম্প্রতি ওই নানের দেহ ফের কবর থেকে তোলা হয়। কারণ চ্যাপেলের রীতি অনুযায়ী তাঁকে পুনরায় সমাধিত করতে হতো। কিন্তু কফিন খোলার পরে সকলে দেখতে পান ওই নানের দেহ এখনও অক্ষত রয়েছে।দীর্ঘ চার বছরে তার শরীরের সামান্য অংশের বিবৃতি ঘটেছে।কিন্তু ওই চ্যাপেলের অন্যান্য নানেরা দাবি করেছেন, ওই সিস্টারকে সমাধিস্থ করা হয়েছিল সাধারণ একটি কাঠের কফিনে। তাই এখনও তাঁর দেহ অক্ষত অবস্থায় উদ্ধারে সকলে হতবাক হয়ে গিয়েছেন। অন্যদিকে, খবরটি সামনে আসতেই ওই চ্যাপেলে ভিড় জমায়েত করতে শুরু করেন বহু মানুষ। তার অনেকে এটিকে মিসৌরির অলৌকিক ঘটনাও বলছেন।