Wednesday, May 31, 2023
Top Newsআয়কর মামলায় রাহুলের আর্জি খারিজ

আয়কর মামলায় রাহুলের আর্জি খারিজ

গান্ধী পরিবার ও এম আদমি পার্টির আয়কর নির্ধারণ সংক্রান্ত পিটিশন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।শুক্রবার বিচারপতি মনমোহন ও দীনেশ কুমার শর্মার ডিভিশন বেঞ্চ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সনিয়া গান্ধী, সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, আপ-সহ অন্যান্যদের দায়ের করা আরজি খারিজ করে দিয়েছে।
একই সঙ্গে জানিয়েছে, আইন মেনে ও অপেক্ষাকৃত ভাল সমন্বয়ের কথা ভেবেই ফেসলেস অ্যাসেসমেন্ট থেকে সেন্ট্রাল সার্কলে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আয়কর দফতর। তাই তা বজায় রাখা হচ্ছে। ফেসলেস অ্যাসেসমেন্ট থেকে সেন্ট্রাল সার্কলে তা ট্রান্সফার করার সিদ্ধান্তের প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধীর। তাদের পাশাপাশি আপ এবং সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের মতো পাঁচটি অলাভজনক সংস্থাও চ্যালেঞ্জ করেছিল আয়কর দফতরের সিদ্ধান্তকে। কিন্তু এদিন নতুন সিদ্ধান্তকেই বজায় রাখার নির্দেশ দিয়ে গান্ধী ও অন্যদের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

More News

মধ্যপ্রদেশে ১৫০ আসনে জিতবে কংগ্রেস ঃ রাহুল

0
মধ্যপ্রদেশে ১৫০ আসনে জয় পাবে কংগ্রেস। মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন...

রাহুলের সাধারণ পাসপোর্টে অনুমোদন

0
রাহুল গান্ধীর সাধারণ পাসপোর্টের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে দিল্লি আদালত। ফলে কংগ্রেস নেতার আমেরিকা...

আর ভিআইপি নন রাহুল গান্ধী

0
ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ফেরত দিয়েছেন রাহুল গান্ধী।মোদী পদবি নিয়ে মন্তব্যের দায়ে সুরাত আদালতের রায়ে দোষী সাব্যস্ত...