আরএসএস-সিপিএমের সঙ্গে পরিকল্পনা করে সাগরদিঘির ভোট করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। মুর্শিদাবাদ জেলা নেতত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এভাবেই আক্রমণ করেছেন তণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
অধীর চৌধুরিকে আক্রমণ করে তিনি আরও বলেছেন এই যে কংগ্রেসের নেতারা বড় বড় কথা বলেন, আর তিনিই বিজেপির এক নম্বর লোক। তাঁর কথায় সাগরদিঘিতে অনৈতিক লড়াই হয়েছে। সংখ্যালঘুদের ভুল বোঝানো হয়েছে । তৃণমূল বিজেপির কাছে মাথানত করেনি, কংগ্রেস করেছে।পাল্টা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তিনি বলেছেন একটা সাগরদিঘির হার গোটা তৃণমূলকে নাড়িয়ে দিয়েছে । অধীর চৌধুরি আরও বলেছেন সাগরদিঘির ভোটে তৃণমূলের ১৭ শতাংশ এবং বিজেপির ১০ শতাংশ ভোট কংগ্রেসে এসেছে। এতেই প্রমাণ তৃণমূল, বিজেপির থেকে মানুষের মোহমুক্তি ঘটছে।