বেআইনিভাবে নিয়োগ আরও ৩ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়।
এই নিয়ে নিয়োগে বেনিয়মের অভিযোগে ২৬৮ জনের মধ্যে ২৫৮ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল আদালত। এরআগে বেআইনিভাবে নিয়োগ ২৬৮ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেও ২৬৮ জন শিক্ষককে শীর্ষ আদালত নির্দেশ দেয় তাঁদের আবেদন হাইকোর্টে শোনা হবে। এর আগে বুধবার ১৪৩ জন, বৃহস্পতিবার ৫৯ জনের চাকরি বাতিল করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগে ডিসেম্বরও প্রাথমিকে ৫৩ জনের চাকরি বাতিল করেছিল উচ্চ আদালত।