ইদানিং সময়ে বেশ কিছু এলাকায় আলুর বন্ড বিলি ঘিরে আলুচাষিদের বিক্ষোভ সামনে এসেছে। এবার সেই ঘটনা নিয়ে বিধানসভা চত্বরে বিক্ষোভে শামিল বিজেপি।
বিধানসভার বাইরে আলুর সহায়ক মূল্য-র দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর’র নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি বিধায়করা। আলুচাষিদের কৃষি ঋণের এই মাসের কিস্তি সরকারকে পরিশোধ করার জন্য দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি, জঙ্গল কেটে ফেলার প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছেন উত্তরবঙ্গের বিধায়করা। ক’দিন আগেই আলুর বন্ড দেওয়া নিয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছিল কোচবিহার। আলুর বন্ডকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিয়েছিল কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাট এলাকা। পুলিশের সাথে খন্ড যুদ্ধ বাধে কৃষকদের । এমনকি লাঠিচার্জ কাঁদানো গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয় পুলিশ। ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু চাষী। হিমঘরে আলু রাখার বন্ড দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরেও। বন্ড পেতে গিয়ে, পুলিশের লাঠি খেতে হয় চাষিদের।