আলু চাষে ক্ষতির সম্মুখীন হয়ে গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতে কৃষক তপন রুইদাসের আত্মহত্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। এলাকার মানুষজনের দাবী, ঋণের দায়ে জর্জরিত ছিল ওই ব্যক্তি, এমন কি আলু চাষ করেও ক্ষতির সম্মুখীন হয়েছিল সে।
জানা যায়, চন্দ্রকোনার ভগবান বাটি গ্রামের বাসিন্দা তাপস রুইদাস, হোলির দিন বিকেলে নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এরপরই দ্রুত তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।