বড়দিন উদযাপন করতে রকেটের সঙ্গে ক্রিসমাস ট্রি জুড়ে দিয়ে সেই রকেট উৎক্ষেপণ করেছেন একদল শৌখিন রকেট নির্মাতা। রকেটের এই অভিনব যাত্রা নির্মাতাদের মন ভরাতে না পরলেও, প্যারাসুট থাকায় নিরাপদেই ক্রিসমাস ট্রি নিয়ে ভূমিতে ফিরেছে সেটি।
রকেটের ওপর ৮ ফুট উচ্চতার ক্রিসমাস ট্রি বসিয়ে সেই রকেট উৎক্ষেপণের মূল পরিকল্পনা ছিল দুই ইউটিউবারের।এর মধ্যে জাইলা ফক্সলিন একজন ইঞ্জিনিয়ার আর জো বার্নার্ড একজন শৌখিন রকেট নির্মাতা।বড়দিন উদযাপনের লক্ষ্যে তারা ক্রিসমাস ট্রিবাহী,ক্রাইস্টমিসাইল বানিয়েছিলেন মাত্র তিন দিনে।ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমি থেকে রকেট উৎক্ষেপণও করেছেন তারা। মাথার ওপর বেশ কিছুক্ষণ চক্কর দিয়ে প্যারাসুট ব্যবহার করে নিরাপদেই মাটিতে নেমে এসেছে রকেটটি। আর এর প্রাথমিক পরিকল্পনা, নির্মাণ প্রক্রিয়া আর উৎক্ষেপণ পর্যন্ত সব নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করেছেন উভয় ইউটিউবার। রকেট যাত্রী ক্রিসমাস ট্রির জন্য ৩০০ অলঙ্কারের নকশা করেছিলেন ফক্সলিন। বড়দিন উদযাপনের ঐতিহ্য মেনে তারকাসদৃশ অলঙ্কার ছিল সেই ক্রিসমাস ট্রির চূড়ায়। কিন্তু মূল রকেটটিকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই, পুরোদস্তুর সলিড-স্টেট রকেট মোটর ছিল এতে।