ক্ষেপণাস্ত্র নয় ইসফাহান এলাকায় ইজরায়েল সেনা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরান। সূত্রে খবর, ইরান সেনার এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে সেই ড্রোন হানা প্রতিরোধ করেছে।
তাৎপর্যপূর্ণভাবে এখনও হামলার বিষয়ে কোনও বিবৃতি দেয়নি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।জানা গিয়েছিল, শুক্রবার ভোরে ইরানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইজরায়েল। সেখানে একটি বিমানবন্দরেও ক্ষেপণাস্ত্র হামলার নিশানা হয়েছে বলে খবর। যদিও ইরানের সরকারি সংবাদ সংস্থার দাবি, এদিন ভোররাতে ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করে ড্রোনগুলি আকাশেই ধ্বংস করা হয়। ড্রোন হামলায় নয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কিছু ত্রুটির কারণেই ইসফাহান বিমানবন্দরে বিস্ফোরণ ঘটেছে।তবে ইরানের একাধিক শহরে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জাহাজগুলোকেও সতর্ক করা হয়েছে।ঘটনাচক্রে, ইসফাহান এলাকাতেই রয়েছে নাতাঞ্জ-সহ ইরানের কয়েকটি পরমাণু গবেষণা এবং ইউরেনিয়াম পরিশোধন কেন্দ্র। ইজরায়েল সেনার হামলার লক্ষ্য সেগুলি ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।