!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

27.5 C
Kolkata
27.5 C
Kolkata
More
    HomeNewsdeskইজরায়েল সেনার গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগ

    ইজরায়েল সেনার গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগ

    Published on

    সাম্প্রতিক খবর

    ৭ অক্টোবর প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পরেই তাঁকে দায়ী কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
    এবার ছ’মাস পরে অবশেষে ইস্তফা দিয়েছেন ইজরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা।আহারন হালিভাই প্রথম কোনও উচ্চপর্যায়ের ইজরায়েলের আধিকারিক, যিনি ওই হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। ইজরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক গোয়েন্দা প্রধান হিসেবে  ৭ অক্টোবরের ঘটনার ব্যর্থতার দায় নিয়ে আহারন হালিভা ইজরায়েলের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।সেনার বিধি অনুয়ায়ী ও পেশাগত প্রক্রিয়া মেনে উত্তরসূরি নিয়োগের পর আহারন হালিভা তাঁর দায়িত্ব ছেড়ে দেবেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। ইজ়রায়েলি সামরিক বাহিনীতে গত ৩৮ বছর ধরে কর্মরত ছিলেন আহারন হালিভা। তাঁর পদত্যাগপত্রের একটি প্রতিলিপিও প্রকাশ করেছে ইজরায়েল সেনা। সেখানে আহারন হালিভা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইজ়রায়েলে আকস্মিক ভাবে প্রাণঘাতী হামলা চালায়। এই ঘটনার ক্ষেত্রে তাঁর নেতৃত্বাধীন সামরিক গোয়েন্দা বিভাগ অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তখন থেকেই তিনি ওই কালো দিনটির বোঝা কাঁধে বয়ে নিয়ে বেড়াচ্ছেন।
    Your ad here

    আরো খবর