বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কোটি টাকা পেট্রোল পাম্প কিনেছিলেন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার প্রোমোটার অয়ন শীলের ছেলে অভিষেক। ইডি তাদের হলফনামায় জানিয়েছিল ইমনের সঙ্গে অভিষেক যৌথ মালিকানায় একটি পেট্রোল পাম্প কিনেছিলেন।
হুগলি জেলার গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধারে রয়েছে সেই পেট্রোল পাম্প। ২০২০-র অক্টোবরে ১ কোটি টাকায় পেট্রোল পাম্পটি কেনা হয়েছিল বিডন স্ট্রিটের বাসিন্দা শুল্কা পরিবারের কাছ থেকে। এছাড়া ইডির হাতে এসেছে অয়ন শীলের নোটপ্যাড। দুটি নোটপ্যাড লাল ফিতেয় মোড়া ছিল, যাতে বেশ কয়েকজনের নাম রয়েছে। এছাড়া ইডির হাতে এসেছে পেট্রোল পাম্পের ২৮ পাতার লেজার বুকও।