দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তৃতীয়বার ইডি দফতরে হাজিরা দেওয়ার আগে প্রমাণ দেখিয়েছেন ভারত রাষ্ট্র সমিতির নেত্রী তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা।
ইডির দাবি ছিল, প্রমাণ মুছতে তিনি একাধিক ফোন নষ্ট করেছেন। কিন্তু মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে ইডি দফতরে যাওয়ার সময় কে কবিতা সঙ্গে নিয়েছিলেন দু’টি প্লাস্টিকের ব্যাগ। হাতের সেই ব্যাগ উঁচিয়ে কে কবিতা দাবি করেছেন, ইডি যে ফোন নষ্টের অভিযোগ করছে, সেই ফোন এই ব্যাগে রয়েছে। অর্থাৎ, তিনি যে ফোন নষ্ট করেননি, তার প্রমাণ হাতে নিয়েই ইডির দফতরে গিয়েছেন কেসিআর কন্যা। সোমবার থেকে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করেছে ইডি-র তদন্তকারীরা।এই নিয়ে তৃতীয়বার কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন কে কবিতা। দিল্লি আবগারি দুর্নীতির মামলায় ইডি এখনও পর্যন্ত আপ নেতা মণীশ সিসোদিয়া-সহ ১২ জনকে গ্রেফতার করেছে।