ক্ষমতা থাকলে ইডি-সিবিআই দিয়ে তাঁকে গ্রেফতার করা হোক, পটাশপুরে মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।নিশানা করেছেন প্রধানমন্ত্রী ও অমিত শাহ-কেও।
নবজোয়ার কর্মসূচিতে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর মার্কেটে জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে বেইমান বলে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন।বলেছেন গদ্দার, মীরজাফর সারাদিন সবাইকে ইডি, সিবিআইয়ের ভয় দেখায়। উঠতে বসতে সারাদিন ভাইপো, ভাইপো করতে থাকে। নাম করার তো সাহস নেই।এদিকে পূর্ব মেদিনীপুরের দিঘার সমুদ্র সৈকতে বালি দিয়ে মূর্তি তৈরি করা হয়েছে তৃণমূলের সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের। যা তৈরি করেছেন উড়িষ্যা থেকে আগত বালি শিল্পী সুদর্শন মহাকুর। একইসঙ্গে তিনি জানিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে ভালোবেসেই এই কাজ করেছেন বলে জানান শিল্পী।সেইসঙ্গে পর্যটকরাও বালির তৈরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এর মূর্তি দেখার জন্য ভিড় জমান সমুদ্র সৈকতে। শিল্পীর এই মূর্তি তৈরি দেখে পর্যটক ও তৃণমূল নেতা কর্মীরা বাহবা জানিয়েছেন।