তণমূল, সিপিএম বা কংগ্রেস নয় যে বিজেপি সিবিআই লাগালে ভয়ে ঘরে ঢুকে যাবে। নবজোয়ার কর্মসূচিতে মহম্মদবাজারের সভা থেকে একযোগে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি বলেছেন তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই।
তৃণমূল বিশুদ্ধ লোহা, যত পোড়াবে, ততই শক্তিশালী হবে। মুরারইয়ে মতই মহম্মদবাজারের সভা থেকে ইডি সিবিআইতে প্রয়োগ নিয়ে সুর চড়িয়েছেন অভিষেক। তিনি আবারও বলেছেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ১৫০ গুন সম্পত্তি বৃদ্ধির জন্য যদি গ্রেফতার হতে পারে তবে কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ-র একবছরে ৮০ হাজার গুণ সম্পত্তি বাড়ায় তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্নও তুলেছেন। বিজেপি করলে এক নিযম আর তৃণমূল করলে আরকে নিয়ম এটা চলতে পারে না। এর শেষ দেখেই ছাড়বেন বলে মহম্মদ বাজারের সভা থেকে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।