অ্যাম্বার হার্ড,হলিউড ছেড়ে স্পেনে পাড়ি জমিয়েছেন। প্রাক্তন স্বামী জনি ডেপের সাথে আইনি লড়াইয়ে হারার পর একদম বিধ্বস্ত হয়ে পড়েন অভিনেত্রী। তখন থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছেন।গত বছর একমাত্র মেয়েকে নিয়ে স্পেনে পাড়ি জমান হার্ড।
এর পর থেকে স্পেনে বেশ মানিয়েই নিয়েছেন অ্যাকুয়াম্যান খ্যাত অভিনেত্রী।এর মধ্যেই এসেছেন মিডিয়ার সামনে। কথাও বলেছেন পাপারাৎসিদের সাথে। এবার এক বইমেলা থেকে ফেরার পথে আবারও ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন অ্যাম্বার।অ্যাকোয়াম্যান অভিনেত্রী মাদ্রিদে এক বন্ধুর সাথে একটি বইমেলায় গিয়েছিলেন। সেখানেই তাকে ক্যামেরাবন্দি করেন পাপারাৎসিরা। বেশ হাসিখুশিই দেখা গেছে অভিনেত্রীকে। তার পরনে ছিল কালো পোশাক।ম্যাচিং কালো লেগিংস এবং কালো স্নিকার্সসহ একটি টি-শার্ট, একটি ভিজার এবং একটি পার্স তাঁর কোমরে ঝোলানো ছিল। মেলা থেকে বই ভর্তি একটি কাপড়ের ব্যাগও বহন করছিলেন অ্যাম্বার হার্ড ।