নিউজিল্যান্ডের পর এবার জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া।রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ভোর ৩টে নাগাদ কম্পন অনুভূত হয়েছে।
যার জেরে প্রায় দু’ঘণ্টার জন্য সুনামির সতর্কতা জারি করেছিল সংশ্লিষ্ট দফতর। সুনামির জন্য সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষকে অবিলম্বে ভূমিকম্পের কবলে পড়া এলাকার বাসিন্দাদের উপকূল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও পরে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ৮৪ কিলোমিটার গভীরে। প্রথম বার মাটি কেঁপে ওঠার পর পর আরও বেশ কয়েক বার কেঁপে ওঠে সুমাত্রা সংলগ্ন এলাকাগুলি।ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহরি জানিয়েছেন, পশ্চিম সুমাত্রার প্যাডংয়ে ভূমিকম্পটি সবচেয়ে তীব্র ভাবে অনুভূত হয়েছিল। ভূমিকম্প অনুভূত হতেই অনেকে বাড়িঘর ছেড়ে চলে গেছেন। যদিও এখনও পর্যন্ত বিশেষ কোনও ক্ষয়ক্ষতি হয়নি।