Home Top News ইমরানের দলকে নিষিদ্ধের পথে পাক সরকার 

ইমরানের দলকে নিষিদ্ধের পথে পাক সরকার 

0
32
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ নিষিদ্ধ করা হতে পারে। এমনটাই জানিয়েছেন পাকিস্তান সরকার।
 বুধবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ বলেছেন, ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানকে নিষিদ্ধ করার বিষয়ে ভাবনাচিন্তা চলছে। দেশের ভিতে আঘাত করেছে পিটিআই। এর আগে এমন ঘটনা কখনও ঘটেনি। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের জেরে পাকিস্তানে ফের রণক্ষেত্র হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।সম্প্রতি টুইটারে ইমরান খান বলেছিলেন, প্রায় ৭ হাজার পিটিআই সমর্থককে গ্রেফতার করা হয়েছে। তাদের দলকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। সংবিধানকে ধ্বংস করা হচ্ছে। একবার এমনটা হলে পাকিস্তান নিয়ে যে স্বপ্ন তাঁরা দেখেছিলেন তা শেষ হয়ে যাবে।

NO COMMENTS