সাগরদিঘির হারের ক্ষত মেরামত করতে উচ্চমাধ্যমিকের পর মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। পঞ্চায়েত নির্বাচনের আগে রবিবার মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তিনি। সেখানেই জেলা নেতৃত্ব দলনেত্রীকে মুর্শিদাবাদে সভা করার আহ্বান জানিয়েছেন ।
মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সায়ও দিয়েছেন । মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব জানিয়েছেন সাগরদিঘিতে অপ্রত্যাশিত হারের পর স্বাভাবিকভাবে দল একটু ভাবনায় পড়েছিল।কিনতু রবিবার দলনেত্রী মুর্শিদাবাদে আসার কথা বলতেই নেতারাই নয় ,কর্মীরাও চাঙ্গা হবেন। শুক্রবার কালীঘাটের বৈঠকেও সাগরদিঘির ফলে আলোকপাত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রবিবার সেই ফল নিয়ে জেলা নেতৃত্বকেও বেশকিছু নির্দেশ দিয়েছেন তিনি। এবার দলনেত্রীর মুর্শিদাবাদ জেলা সফর নিয়ে দিনক্ষণ ঘোষণার অপেক্ষায় রয়েছে জেলা তৃণমূলের নেতারা।