প্রাথমিকে নিয়োগে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার মধ্যেই ২১ অক্টোবর থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ-র কথা জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান। যদিও অবস্থানরত চাকরিপ্রার্থীদের বক্তব্য তারা ইন্টারভিউতে যাবেন না। এরআগে অনেকবার ইন্টারভিউ দিয়ে ফেলেছেন। তারা মেধাতালিকাভুক্ত।
ইন্টারভিউ কথা বলে ভাঁওতা না দিয়ে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছেন ২০১৪-র টেট উত্তীর্ণরা। আর তা না হলে একইরকমভাবে আন্দোলন চলবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে ৮ বছর পরে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। এসএসসির তরফে জানানো হয়েছে ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে ১ হাজার ৫৮৫ জনকে। এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন শুক্রবার থেকেই কল লেটার পৌঁছনোর কাজ শুরু হয়ে যাবে। কবে কোথায় ন্টারভিউ হবে তা জানিয়ে দেওয়া হবে। আদালতে হলফনামা দিয়ে বিষয়টি জানানো হয়েছে। ২১ অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই ইন্টারভিউ হবে বলে এসএসসি সূত্রে খবর।