উত্তরপ্রদেশে আখের খেত থেকে পুলিশকর্মীর শিশু পুত্রের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটের ধানপুর গ্রামে। মৃতের নাম পুনীত। খুনের অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে খেলছিল ছ’বছরের পুনীত।
খেলতে খেলতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সে। বহুক্ষণ খোঁজাখুঁজির পর আখের খেত থেকে তার দেহ উদ্ধার করা হয়। পুনীতের বাবা গোপাল যাদব পেশায় পুলিশকর্মী। উত্তরপ্রদেশের সাহারানপুর থানায় কর্মরত তিনি। পুত্রের নিখোঁজ হওয়ার খবর শুনে বাড়িতে ছুটে যান গোপাল যাদব।সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, পুনীত নিখোঁজ হওয়ার কিছুক্ষণ পর গোপাল যাদবের বাড়িতে একটি চিঠি আসে। সেই চিঠিতে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে যে ছোট্ট পুনীতের প্রাণরক্ষা করা অসম্ভব সে হুমকিও দেওয়া হয় চিঠিতে।পুলিশের দাবি, স্থানীয় এক ব্যক্তি পুনীতকে অপহরণ করেছেন বলে সন্দেহ গোপাল যাদবের। জমি সংক্রান্ত বিবাদের কারণেই পুনীতকে খুন করা হয়েছে বলে গোপাল যাদবের দাবি। ঘটনার তদন্ত চলছে।