এই পার্থ চট্টোপাধ্যায়কে চিনতেন না বলে আক্ষেপ করেছেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। তিনি বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে তিনি দেখেছেন তিনি কোনওদিন খারাপ ভাষা ব্যবহার করেন নি।
অসাংবাদিক কথাও বলেননি। এখন তাঁকে গারদের পিছনে দেখে খারাপ লাগে। শুভাপ্রসন্ন আরও বলেছেন এক সময় পরিবর্তনের কাণ্ডারি ছিলেন, এখনও আছেন। অসংখ্য ভাল কাজের মধ্যে স্খলও রয়েছে। তবে তিনি এটাও বলেছেন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে এখনও অভিযোগ প্রমাণ হযনি। তাই তাদের দোষী বলে দাগিয়ে দেওয়াও ঠিক নয়।